Wednesday, June 13, 2012

Al Quran (মূল আরবি এবং বাংলা অর্থসহ)



প্রিয় বাংলা ভাষী মুসলিম ও অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে পোস্ট করবো আপনাদের প্রিয় বাংলা ভাষায় পবিত্র আল কুরআন। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সেই বিস্ময়কর, সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ যা তিনি নাযিল করেছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর। যে গ্রন্থ আমাদের প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা করা এবং পাঠ করা ফরয বা বাঞ্ছনীয়। এই হল সেই গ্রন্থ যেটিতে আছে মানবজাতির সকল সমস্যার সমাধান।

এই মহান ও অসাধারন গ্রন্থটি এখন আপনারা PDF ফরম্যাটে বিনা অসুবিধায় এবং বিনা কষ্টে আপনার Laptop এর সামনে বসে অথবা Desktop Computer, Tablet PC এবং এমনকি আপনার PDF reader enabled মোবাইল ফোন এও সহজে পড়তে পারবেন। এই PDF ফাইলটির font অর্থাৎ শব্দের গঠন খুব স্পষ্ট এবং পড়তে আরামদায়ক।



এই হল এটির Download Link : Al Qur'an (Arabic with Bangla Translation).pdf

আপনার কম্পিউটারে যদি PDF রিডার সফটওয়্যার না থাকে তাহলে এখান থেকে Foxit PDF Reader নিজের পছন্দমত ডাউনলোড করে নিন। Download Link: Foxit PDF Reader

আশা করি ভাল থাকবেন। আল্লাহ হাফিয!



 
    Go to Main Page  




No comments:

Post a Comment